AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় আলিমে পরীক্ষায় শতভাগ পাশ পশ্চিমচাল মাদ্রাসা


আনোয়ারায় আলিমে পরীক্ষায় শতভাগ পাশ পশ্চিমচাল মাদ্রাসা

এবারও আলিম পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমচাল ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসা। এবার আলিমে ৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। 

এর মধ্যে ১৫ জন জিপিএ-৫.০০, ৫৪ জন জিপিএ-৪.০০, ১৯ জন জিপিএ-৩.৫০, ২ জন জিপিএ-৩.০০ ও ২ জন জিপিএ-২.০০ পেয়েছে। পাশের হার ১০০%। গত বছরও আলিমে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছিল আনোয়ারা উপজেলার অন্যতম দ্বীনি এই প্রতিষ্ঠানটি। এবারের আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন মাদ্রাসার গভর্নিং বডি, প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ। অতি শীঘ্রই কামিলে ভর্তি কার্যক্রম শুরু হবে জানিয়ে তারা শিক্ষার্থীদের ভর্তি করার জন্য অভিভাবকবৃন্দের প্রতি অনুরোধ জানান।

পশ্চিমচাল ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাশেম বলেন, আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আমার মাদ্রাসার ছাত্ররা যে তাদের মেধাদিয়ে ভালো রেজাল্ট করছে সেজন্য৷ আমার ছাত্র এবং শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আমি দোয়া করতেছি আমার মাদ্রাসার ছাত্ররা তাদের মেধাকে কাজে লাগিয়ে জীবনে আরো অনেক উন্নত করতে পারে৷ আমি আনোয়ারাবাসীর কাছে একটাই অনুরোধ করব আমাদের মাদ্রাসায় আপনাদের সন্তানদের ভর্তি করান, তাদের আদর্শবান মানুষ করার দায়িত্ব আমরা নিব৷

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!