সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা শুরু হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিতরণ কর্মসূচী প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সূমী, কৃষিবিদ আসয়াদ বিন খলিল রাহাত প্রমুখ। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ১৫ হাজার ৪৩০ জন কৃষক বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন বলে জানানো হয়। প্রতিজন কৃষককে এক কেজি করে সরিষা বীজ এবং রাসায়নিক সার এমওপি ১০ কেজি ও ডিএপি ১০ কেজি করে দেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :