AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালুরঘাট সেতুতে দিনের বেলায় ও জ্বলে বাতি


কালুরঘাট সেতুতে দিনের বেলায় ও  জ্বলে বাতি

চট্টগ্রামে বোয়ালখালী কালুরঘাট সেতুতে  প্রয়োজন ছাড়ায়  দিনের আলোতে বাতি জ্বলতে দেখা গেছে। এতে বিদ্যুৎ অপচয় হওয়ায় জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সরেজমিনে দেখা যায়, কালুরঘাট সেতুতে লাগানো প্রায় ১৫-২০ টি বাতি জ্বলে আছে।

এসময় ওয়াকওয়ে দিয়ে চলাফেরা করা পথচারীরা বিদ্যুৎ অপচয় দেখে ক্ষোভ প্রকাশ করেন। মনছুর  নামের এক পথচারী বলেন, আমরা ঘরে নিয়মিত বিদ্যুৎ পায় না। আর এখানে দিনের আলোতে বাতি জ্বলছে। এসব অপচয় ছাড়া আর কিছু নয়। বেসরকারি চাকুরিজীবী আমজদ বলেন, এটি কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলা ছাড়া আর কিছু নয়। ঘরে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে তিন ঘণ্টা থাকেনা। আর সেতুতে সূর্যের আলোতে হাই বোল্টের বাতি জ্বলছে, যা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বলেন, শীঘ্রই যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেয়া হবে। তাই বাতিগুলো সব ঠিক আছে কিনা তা পরীক্ষামূলকভাবে জ্বালিয়ে রাখা হয়েছে। অনেক সময় কয়েক ঘণ্টা জ্বালানোর পর বাতি নষ্ট হয়ে যায়। তাই পরীক্ষামূলকভাবে জ্বালানো হয়েছে যাতে কোন বাতি নষ্ট হয়ে যাচ্ছে কিনা তা দেখার জন্য।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!