AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে শহিদ সবুজের এইচএসসি রেজাল্ট ৪.৩৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০৬:৩৮ পিএম, ১৫ অক্টোবর, ২০২৪
শেরপুরে শহিদ সবুজের এইচএসসি রেজাল্ট ৪.৩৩

গত ৪ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে শেরপুর জেলা শহরের খরমপুর মোড়ে আওয়ামী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। এরপর থেকেই পরিবারের কারো মুখে নাই হাসি। চলে শুধু প্রতিনিয়ত কান্নার আহাজারি। মঙ্গলবার (১৫ই অক্টোবর) এইচএসসি ২০২৪ এর ফলাফল প্রকাশ হলে ফলাফল সিটে দেখা যায় তার ফলাফল ৪ দশমিক ৩৩। ফলাফল শুনে আরও শোকাহত হন পরিবার।

শ্রীবরদীর খড়িয়া কাজির চর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের প্যারালাইজড রোগী আজাহার আলীর ছেলে সবুজ। যার আয়ে চলতো পাঁচ সদস্যের পরিবার। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবুজ ছিলো দ্বিতীয়। বড় বোনটির বিয়ে হওয়ার পরে বাবা প্যারালাইজড হয় এরপর পরিবারের দায়িত্ব নেন নিজেই। স্থানীয় এক ফার্মেসিতে পার্টটাইম কাজ করতেন সবুজ। পরিবার চালানোর পাশাপাশি নিজের আয়ে পড়াশোনা করতেন শ্রীবরদী সরকারি কলেজে। সেখান থেকেই এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ২০২৪ পরীক্ষায় বসেছিলেন। হঠাৎ দেশব্যাপী বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হলে সেই আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারায় এই মেধাবী ছাত্র।

শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান জানান, নিহত সবুজ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ৬ সদস্যের সংসারের খরচ বহন করে নিজের লেখাপড়া চালিয়ে এই রেজাল্ট করা কম কথা নয়। তাঁর এই রেজাল্টে আমরা শিক্ষকরাসহ তাঁর সহপাঠিরাও আনন্দিত। শুধু তাঁর পরিবার এ আনন্দ নিতে পারছে না ছেলে হারানোর শোকে। আমরা তার শোকাহত অসহায় পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

শহীদ সবুজের মা সমেজা বেগম বলেন আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ঠিকই কিন্তু এ রেজাল্ট তো আমাদের কোন কাজে আসবে না। আমরা চাই প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করে তাদের ফাঁসির দাবি জানায়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!