মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে অতিরিক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন- ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাইয়ের ছেলে দিগন্ত গোসাই (২২) ও মনোরঞ্জন দাসের ছেলে সবুজ দাস (২৬)। এ ঘটনায় মদ পানে অসুস্থ আরেকজনের নাম অনিমেষ গোশাই।
মদ পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া জানান, উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে গত রোববার বিজয়া দশমীর পরে সন্ধ্যায় অতিরিক্ত মদ ও খাসির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন দিগন্ত ও সবুজ। পরে তাঁদের একজনকে মাগুরা সদর হাসপাতালে, একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আজ ভোরে দিগন্ত মাগুরা সদর হাসপাতালে মারা যান। এর কিছুক্ষণ পরেই যশোর সদর হাসপাতাল থেকে সবুজ দাসের মৃত্যুর খবর পাওয়া যায়।আরও বলেন এ ব্যাপারে শালিখা থানায় অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :