গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্ততঃ ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েক জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (১৬ অক্টোবর)সকাল পৌনে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানাগেছে,কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্বশত্রুতা ও গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে।সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, শড়কি, রামদা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময়ে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুরও করা হয়। আহত হয় উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন।এ ব্যপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।এলাকায় পরবর্তি অঘটন এড়াতে পুলিশ টহল বাড়ানো হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :