বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার দায়ে এক জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় আরো ২০ কেজি ইলিশ মাছ জব্দ করে ইয়াতিম খানা ও মাদ্রাসায় দান করা হয়।
১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ছয় টায় শিকারপুর সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে পূর্ব মন্ডপাশা গ্রামের আবু আল শরীফের পুত্র মোঃ মনিরুজ্জাম মনির কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন । এ বিষযে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান শিকারপুর মক্কা ব্রিকস ফিল্ড সংলগ্ন সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরতে নদীতে নামলে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছিল, তিনি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার দায়ে মৎস্যজীবি মোঃ মনিরুজ্জামান মনিরকে কে ২০ দিনের কারাদন্ড প্রদান করেন। একই সাথে ১৫ হাজার মিটার জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন ইয়াতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। উজিতপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সাজা প্রাপ্ত কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :