AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরামিক্স কারখানার আগুনে পুড়ে আহত রায়হানের মৃত্যু


সিরামিক্স কারখানার আগুনে পুড়ে আহত রায়হানের মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে সিরামিক্স কারখানায় লাগা আগুনে পুড়ে আবু রায়হান(৩২)নামে এক ইন্জিনিয়ারের মৃত্যু হয়েছে।জানা যায়,১১ অক্টোবর(শুক্রবার)সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় শাইনপুকুর সিরামিক্স কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় গত ১৭ অক্টোবর রাতে আহত আবু রায়হান শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহতের বাবা রেজাউল করিম জানান,গত ১১অক্টোবর সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় দিকে আমার ছেলেসহ আমরা ৬ জন মিলে এসএনজি মেশিনের মাধ্যমে এলপিজি গ্যাস থেকে এসএনজি গ্যাসে পরিনত করার জন্য সারাবো শাইনপুকুর সিরামিক্স কারখানায় কাজ করতে ছিলাম। তখন মেশিনের পাশে থাকা বিদ্যুতের বোর্ড হইতে হঠাৎ শর্ট সার্কিটে বিদ্যুতিক স্কুলিং হয়ে আগুনের সূত্রপাত ঘটে উক্ত অগ্নিকান্ডে আমার ছেলে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউট নিয়ে ভর্তি করি।গত ৭ দিন চিকিৎসার পর (১৭ অক্টোবর)রাতে ১২.৩০ ঘটিকায় দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 এ বিষয়ে নিহতের বাবা কাশিমপুর থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করেন।ঘটনার বিষয়টি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!