বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নের ক্যচু পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আগুনে পুড়ে বিধবা ঘরসহ ৩ পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এঘটনায় অগ্নিকাণ্ডের থানচির বলিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ক্যচু পাড়ায় বিধবা খ্যাইংহ্লাচিং মারমা (৬২) ঘর আগুনে পুড়ে পুরোদমে ছাই হয়ে যায়। আগুন সুত্রপাতের ঘরে পার্শ্ববর্তী থোয়াইসা উ মারমা (৪৯) ও পনু মারমা (৬৮) তাদের ঘরে ছাদ ও বেড়া ভেঙে দিলে রক্ষা পান পাড়ার বাসিন্দাদের ঘর- বাড়িগুলো। তবে তাদের দুই পরিবার আগুনে থেকে মালামালগুলো রক্ষা পেলেও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সুত্রে জানা যায়, খ্যাইংহ্লাচিং মারমা ঘরের একটা বিস্ফোরণের মতো শব্দ শুনতে পায় পাড়ার লোকেরা, তারপর লোকজনের ছুটে আসলে দেখা যায় ঘরের আগুন। সকালে রান্না কাজে শেষের চুলায় পাশে রাখা গ্যাস লাইট হতে আগুনে সুত্রপাত হতে পারে বলে ধারনা পাড়া বাসীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক সাড়ে চার লাখ টাকা হবে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনার জানতে চাইলে বলিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা নিশ্চিত করে বলেন, আমরা সবাই প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় কাজে ব্যস্ত ছিলাম, তখন আগুন আগুন বলে হৈচৈ শুরু হয়। তারপর গিয়ে দেখি খ্যাইংহ্লাচিং মারমা ঘর আগুনে পুড়ছে। লোকজন আগুন নিভাতে না পারলেও পার্শ্ববর্তী দুইটা ঘরের বেড়া ও ছাদ ভেঙ্গে দিলে পাড়ার অন্যান্য ঘর বাড়িগুলো রক্ষা পান।
এবিষয়ে বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, ওয়ার্ড মেম্বার মাধ্যমে ক্যচু পাড়া আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়েছি। সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার কে ঘটনা বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছিফ উদ্দীন মিয়া বলেন, বলিপাড়া ইউনিয়নের অগ্নিকাণ্ডের ঘটনার জনপ্রতিনিধি মাধ্যমে খবর জেনেছি, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোঁজ নেয়ার হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :