নির্বাচিত ইউপি সদস্য-সদস্যাদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ইউনিয়ন পরিষদের সদস্যপদ অপসারণ না করার দাবীতে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও মাহিলা ইউপি সদস্যরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১৭অক্টোবর)বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ৭টি ইউনিয়নের সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যারা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে ইউপি সদস্যদের পক্ষে তাদের দাবির সমর্থনে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মির্জা সোহেল , বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা,বগারচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল রানা পলাশ, বাট্টাজোর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জিয়াউল হক, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাপ জামাল, ইউপি সদস্য আব্দুল মোতালেব, ইউপি সদস্য জাহিদুল ইসলাম মঞ্জু , ইউপি সদস্য মনজুরুল হক, ইউপি সদস্য জামান, ইউপি সদস্য আজাদ,
ইউপি সদস্য ইউপি সদস্য আহসান হাবীব, ইউপি সদস্য আমির হোসেন, ইউপি সদস্য শামীম, ইউপি সদস্য আহমুল আলম, ইউপি সদস্য তপন সরকার, ইউপি সদস্য আয়নাল, ইউপি সদস্য ফারুক, ইউপি সদস্য জনি, ইউপি আমিনুল, ইউপি সদস্য আঃ বাছেদ, মহিলা ইউপি সদস্য লাবনী আক্তার, মহিলা ইউপি সদস্য ফরিদা বেগম , ইউপি সদস্য খাইরুল প্রমুখ।
ইউপি সদস্যদের দাবি আমরা নিদর্লীয়ভাবে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন।এ কারণে মেয়াদ পুর্তির আগে তাদের অপসারণ না করার দাবী জানান বক্তারা পরে একই দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতের কাছে স্মারকলিপি প্রদান করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :