কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি ও প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় পৃথক তিন মামলায় তিন ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার জরিমানা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
আসামীরা হলেন মেসার্স মামুন ষ্টোরের মালিক মোঃ মামুন মিয়া (৪০), মুরগী ব্যবসায়ী মোঃ কামাল (৫০) এবং চাঁন মোহন ষ্টোরের সত্বাধিকারী গৌতম বনিক (৪৮)। তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :