AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় দুর্বৃত্তেরদের আগুনে মাছ ধরার ট্রলার পুড়ে গেছে


আনোয়ারায় দুর্বৃত্তেরদের আগুনে মাছ ধরার ট্রলার পুড়ে গেছে

আনোয়ারায় মৎস্যজীবি আবুল কাশেমের নির্মানাধীন একটি মাছধরার ট্রলারে আগুন দিয়ে পুড়ে দিল দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম জুইঁদন্ডী বেড়িবাঁধে এঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।অভিযুক্তদের সনাক্তের চেষ্ঠা করছে বলে জানান পুলিশ। ক্ষতিগ্রস্থ ট্রলারের মালিক আবুল কাশেম বলেন, আমার ট্রলারটির নির্মাণ কাজ প্রায় শষ হয়েছে। কয়েকদিনের মধ্যে সাগরে নামানো হতো। কিন্তু শনিবার রাত ২ টা থেকে ৩ টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিল ট্রলারটি। ট্রলারটি নির্মাণে আমার ১৭ থেকে ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন সব হারিয়ে আমি নিঃস্ব।

তিনি আরো বলেন, বিষয়টি আমি পুলিশকে  জানিয়েছি অভিযোগ করার প্রস্ততি নিচ্ছি। সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা বলেন, বিষয়টা দুঃখজনক কারো সাথে শত্রুতা থাকতে পারে তাই বলে আগুন দিয়ে ব্যবসা পুড়িয়ে দেওয়া মানুষের কাজ নয়। ক্ষতিগ্রস্থ আবুল কাশেম খুব অসহায়। দায়ীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনির হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ আবুল কাশেম মৌখিক ভাবে জানিয়েছে পুলিশ অভিযুক্তদের সনাক্তের চেষ্টা করছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!