খুলনার কয়রা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়, যার নেতৃত্বে ছিল নৌবাহিনীর কন্টিনজেন্ট। অভিযানে মো. ওমর সাদিক সানা এবং মো. ইউসুফ ঢালী নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, তিনটি মোবাইল ফোন, এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশ নেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মাদক ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানা গেছে। পরে তাদের আইনগত প্রক্রিয়া অনুসারে জব্দকৃত সামগ্রীসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়।
সরকারের `ইন এইড টু সিভিল পাওয়ার` নির্দেশনার আওতায় অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনের লক্ষ্যে নৌবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :