সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি এলাকায় স্বর্ণ উদ্ধারকালে দুই বিজিবি সদস্য ও এক পুলিশ কনস্টেবল গণপিটুনির শিকার হয়েছেন। পরে তালা থানা পুলিশ তাদের উদ্ধার করে।
শনিবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ওই এলাকার মীম জুয়েলার্সের মালিক শাহাবাজ আলীর ভাই জাকিরকে আটক করে বিজিবি। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়। জাকির বিজিবির প্রাইভেট থেকে পালাতে গিয়ে গুরুতর আহত হন। আর ছিনতাইকারী সন্দেহে জাহিদ ও আলামিন নামে দুই বিজিবি সদস্য এবং পুলিশ কনস্টেবল রাশেদকে গণপিটুনি দিয়ে আটকে রাখে স্থানীয় লোকজন।
এদিকে আহত জাকিরকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইনশৃঙ্খলা বাহিনীও আটক করেনি।
পুলিশ জানায়, এ সময় জাকিরের কাছ থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বিজিবি। যদিও জাকির জানায় তার কাছ থেকে কিছুই পায়নি বিজিবি। এ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
জাকির জানান, পাটকেলঘাটা থেকে সাতক্ষীরা অভিমুখে আসার পথে শাকদাহ ব্রিজ এলাকা থেকে তাকেসহ দুজনকে মাদকের মামলা দেয়ার নাম করে ক্যাম্পে না নিয়ে তালা উপজেলার দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি প্রাইভেট থেকে লাফ দিয়ে পালানোর সময় গুরুতর আহত হন। তার কাছ থেকে কিছুই পায়নি বলে তিনি দাবি করেছেন।
এ ব্যাপারে সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি অধিনায়ক ও উপ অধিনায়ককে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার রাতে জনতার হাতে আটক দুই বিজিবি সদস্য ও এক পুলিশ কনস্টেবলকে উদ্ধার করা হয়েছে। এসময় বিজিবি জাকিরের কাছ থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করে। এ বিষয়ে তালা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ওই কনস্টেবল রাশেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :