বানারীপাড়া বন্দর বাজারের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা না দিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।
রোববার ( ২০ অক্টোবর) বেলা ১১ টায় পৌর শহরের বন্দর বাজারের ফেরীঘাট, নতুন রাস্তা, কাঁচামাল ও মাছ বাজারে এ মাইকিং করা হয়। রশিদ ছাড়া টাকা তোলা একধরণের চাঁদাবাজি বলেও তারা মাইকিংয়ে উল্লেখ করেন। এসময় রশিদ ছাড়া কেউ টাকা চাইতে এলে বেঁধে রাখতেও বলা হয়। মাইকিংয়ের সময় ফেসবুকে লাইভ দেখানো হয়। ফলে লাইভ দেখে তাৎক্ষনিক অনেকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এটা ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া পৌর জামায়াতের আমির কাওছার হোসেন জানান, মাইকিং করে রশিদ ছাড়া কাউকে কোন টাকা না দিতে ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। মাইকিংয়ের সময় তিনিসহ উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মাওলানা মোজাম্মেল হোসাইনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে ,৫ আগস্টের পরে বন্দর বাজারের বৈধ ইজারাদার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ইজারার টাকা ( টোল) উত্তোলণ করতে পারছেন না। পরিবর্তিত পরিস্থিতিতে একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিশাল এ বন্দর বাজারের সব সেক্টর থেকে ইজারার টাকা উত্তোলন করছেন।
এদিকে ইজারা টোলের নামে চাঁদাবাজি বন্ধে জামায়াতের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। ব্যবসায়ীসহ স্থানীয় সচেতনমহল তাদের সাধুবাদ জানিয়েছেন।
ছবিঃ বানারীপাড়ায় ব্যবসায়ীদের চাঁদা না দিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্দর বাজারে মাইকিং করা হয়।
আপনার মতামত লিখুন :