চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত ৪ দোকানি কে ১৭ হাজার টাকা জরিমানা করেন।
সোমবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার হাইলধর ও মালঘর বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
তিনি বলেন, দোকানে নিমানুযায়ী মূল্য তালিকা না থাকা ও বেশি দাম আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :