বরিশালের উজিরপুরে ইউনিয়ন বিএনপির অফিস পুড়িয়ে দেয়ার মামলায় কৃষক ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন। এর আগে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লাভলু হোসেন।
গ্রেপ্তার দুইজন হলেন-গুঠিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সায়েম মোল্লা ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক দুলাল খান।
উজিরপুর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর গুঠিয়া বন্দরের প্রধান সড়কের পাশে বিএনপি অফিস পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার বিএনপি নেতা বাদী হয়ে মামলা করেন। মামলার পর অভিযান করে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা বরাতে ওসি বলেন, ঘটনার দিন বিকেলে আসামীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমতে আতংক সৃষ্টি করে পেট্রোল ছিটিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের অগ্নিসংযোগ করা হয়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :