চট্টগ্রামের আনোয়ারায় হাতির পায়ে পিষ্ট হয়ে হালিমা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত দশটার সময় উপজেলার বটতলী আশ্রায়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন স্থানীয় মৃত ছৈয়দ নুরের স্ত্রী। সন্তানদের নিয়ে তিনি আশ্রায়ন প্রকল্পে বসবাস করতেন। হালিম খাতুনের চাচাত ভাই মুন্না জানান, সোমবার রাত দশটার দিকে ভাত খাওয়ার পর হালিমা খাতুন আশ্রায়ন প্রকল্পের আরেকটি ঘরে যাচ্ছিলেন। ওইসময় একটি হাতির সামনে পড়লে তিনি কিংকর্তব্যবিমূঢ হয়ে পড়েন। সাথে সাথে হাতি শুড়ে দিয়ে ধরে পায়ে পিষ্টে দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম বন দক্ষিণ বিভাগের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর ঘটনা আমরা জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা পেতে বন বিভাগে লিখিত আবেদন করতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তায় প্রদান করা হবে।
আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে নিহত নারীর পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :