ময়মনসিংহের নান্দাইলে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে,অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নতুন উদ্যমে কাজ শুরু করছে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে হাইওয়ে পুলিশকে।
এতে মহাসড়কে পুলিশের উপস্থিতিতে জনসাধারন ও যানবাহন চালকেরা স্বস্তি প্রকাশ করেছেন। সড়কে পুলিশের দায়িত্ব পালনে আনন্দিত তারা।
এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল হাইওয়ে থানার শিক্ষানবীশ সার্জেন্ট মো.নাদিম মিয়া, এএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল আনোয়ার,আতিক ও মামুন।
নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.খোরশেদ আলম জানান,সড়কে শৃঙ্খলা ফেরাতে পুরোদমে কাজ করছে হাইওয়ে পুলিশ। পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবেন এবং তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পুলিশকে সহযোগিতা করার জন্য ছাত্রজনতা ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানান ওসি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :