পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজনে বৃহস্পতিবার ২৪ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ঘূর্ণিঝড় ডানা মোকাবেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ,উপজেলা মহিলা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিলা অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, কাউখালী থানার ওসি তদন্ত সুমন সরকার, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ খলিলুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী নেতা শোয়েব সিদ্দিকী, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় কাউখালীতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ১০ হাজার লোক আশ্রয় নিতে পারবে। গবাদি পশু রাখার ব্যবস্থা রাখা হয়েছে। শুকনো খাবার সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :