ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
সভায় সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. আব্দুল্লাহ,সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রনজিৎ কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল ইসলাম,পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ওয়াদুদ খন্দকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবিরসহ সকল দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, জামায়াত আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, সাংবাদিক গণেশ পাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তামিম ইকবাল প্রমূখ বক্তব্য দেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :