ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে জুয়া,মাদক সেবনকারী, মাদকের ডিলার ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়াও নান্দাইল পৌরসভাসহ ১৩ ইউনিয়নে আইন শৃঙ্খলা উন্নয়নে সভা সমাবেশ করা হবে। নান্দাইল চৌরাস্তা, কানারামপুর,উপজেলা সদরসহ অন্যান্য জায়গায় দখলকৃত সরকারী জায়গা উদ্ধার,পুনরায় জায়গা দখলকারীদের বিরুদ্ধে জেল, জরিমানা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ,নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম, নান্দাইল কলেজের অধ্যক্ষ বাদল কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, মহিলা চেয়ারম্যান তাসলিমা আক্তার, ইফতেকার মোমতাজ খোকন,সাংবাদিক এনামুল হক বাবুল,হানান মাহমুদ,বিল্লাল হোসেন, শামছুজ্জামান বাবুল, শিক্ষা অফিসার ফজিলাতুন্নেচ্ছা,চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তুফা প্রমুখ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :