AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণধোলাইয়ের শিকার পুলিশ সদস্যসহ ২ জন


ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণধোলাইয়ের শিকার পুলিশ সদস্যসহ ২ জন

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুইজনকে গণধোলাই দিয়ে আটকে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কোতয়ালি থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে। 

বৃহস্পতিবার(২৪ অক্টোবর)  রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে একজন পুলিশের কনস্টেবল মো. মামুন শেখ (৩২)। সম্প্রতি কোতয়ালী থানা থেকে ঢাকার ডিএমপিতে বদল হলেও চাকরিতে অনুপস্থিত তিনি। অপরজন হলেন শহরের আলিপুর এলাকার আরাফত রহমান আগুন (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

ওসি জানান, রাতে বাইপাস সড়কে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।  আটক পুলিশ কনস্টেবল মামুন শেখ গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। তারপর দু-দিন পর তাঁকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!