নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহম্মেদ খান রিয়াজকে (৩৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর রাত ১১ টার দিকে রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী সুইস গেট এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
হত্যা, চাদাঁবাজী,মারামারী, লুটপাট, অস্ত্রসহ তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।রিয়াজ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার রবিউল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী রিয়াজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাড়িটি ঘিরে রাখা হয়েছিলো
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :