গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুলতান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ অক্টোবর)সকালে কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের সুলতান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় সুলতান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক আকরাম সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল কবির খান।এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের কাশিমপুর থানা কমিটির সভাপতি আজিজুল ইসলাম মানু,সাধারণ সম্পাদক আজাদ মাহমুদ,অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ মাস্টার,পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয় সাবেক সিনিয়র শিক্ষক মহসিন মিয়াসহ অত্র স্কুলের সহকারী শিক্ষক অভিভাবকবৃন্দরা।
এসময় প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্য করে তার বক্তব্যে তিনি বলেন,আপনার ছেলে মেয়েরা তাদের যে বন্ধু বান্ধব রয়েছে বা কাদের সাথে মিশছে,তারা কোন ধরনের এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে।কারণ সঙ্গদোষে লোহা ভাসে।এছাড়াও তিনি আরো বলেন,আপনার ছেলে মেয়েকে দামি গাড়ি কিনে দিয়েছেন।যে মোটরসাইকেল দিয়েছেন,এই মোটরসাইকেল নিয়ে সে এখন কোথায় রয়েছে একটু লক্ষ্য করুন।আমরা আধুনিকতার নামে,স্মার্টনেসের নামে অভার স্মার্ট হয়ে গেছি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :