ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান ফকির শাকিব, কেন্দুয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত আরিফ, ৮নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিজয় তালুকদার ফারুক, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা আফজাল হোসেন মিল্কি, ছাত্রদল নেতা রবিন খন্দকার, রিয়াদ হোসেন, পারভেজ খন্দকার প্রিন্স, সুজিব হোসাইন, ইলিয়াস প্রমুখ।
মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেগুলোতে শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।
আনন্দ মিছিলটি প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
ছাত্রদলের এই আনন্দ মিছিলে সাধারণ ছাত্রদেরও সমর্থন লক্ষ করা যায়। তারা মনে করেন, শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :