AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে অবৈধ মজুদ করা ৪ হাজার বস্তা সার জব্দ


ফরিদপুরে অবৈধ মজুদ করা ৪ হাজার বস্তা সার জব্দ

ফরিদপুর শহরের নদী বন্দর সিএন্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার বস্তা অবৈধভাবে মজুত করা ডিএপি কীটনাশক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিএন্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সিএন্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা অবৈধভাবে মজুত করা ডিএপি কীটনাশক সার জব্দ করেন। এসময় কার্গো এবং গোডাউন সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, সিএন্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড়ের গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা সার জব্দ করা হয়েছে। গোডাউন সিলগালা করা হয়েছে। অভিযান কালে গোডাউন মালিককে পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুর নৌ পুলিশের কর্মকর্তা মাসুদুল আহমেদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা কার্গোতে খেয়াল রাখছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো মালামাল অপসারণ করতে দেয়া হবে না। কার্গোতে থাকা মালামাল জব্দ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্ব রয়েছি আমরা।

 

একুশে সংবাদ/এনএস

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!