খুলনা নগরীর ছয়টি স্থানে আজ রবিবার থেকে চালু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বিনা লাভের দোকান’। মূল লক্ষ্য ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের জন্য নিত্যপণ্যের দাম সহনীয় রাখা।
গত ১৮ অক্টোবর, শুক্রবার শিববাড়ী মোড়ে প্রথমবারের মতো এই দোকান পরিচালনা করেন শিক্ষার্থীরা। তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দোকান চালানো সম্ভব না হওয়ায় প্রতিদিন দোকান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে নগরীর শিববাড়ী মোড়, বয়রা বাজার মোড়, নতুন বাজার মোড়, গল্লামারী হল রোড মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুরের চিত্রালী মার্কেট—এই ছয়টি স্থানে প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘বিনা লাভের দোকান’ চলবে।
এই দোকানে বাজারের তুলনায় কম দামে বিক্রি হবে মসুর ডাল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচসহ তিন থেকে চার ধরনের সবজি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, তারা খুলনার ৩১টি ওয়ার্ডে এমন উদ্যোগ চালুর পরিকল্পনা করছে।
বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, “প্রথম দিনে ক্রেতাদের ভালো সাড়া পেয়েছি। তবে ব্যাগ বিতরণে ৩০০ টাকার ভর্তুকি দিতে হয়েছে, তাই এখন ব্যাগের জন্য সামান্য মূল্য রাখা হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুহিবুল্লাহ মুহিব জানান, বাজার সিন্ডিকেট ভেঙে পণ্যের দাম স্থিতিশীল রাখাই তাদের প্রধান লক্ষ্য। যতদিন বাজার স্থিতিশীল না হয়, ততদিন এই উদ্যোগ অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :