বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাসমান ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে পথচারী অসহায় দুস্থ ও জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
রবিবার ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডের এক্সপ্রেসওয়ের শুরুতে ভাসমান ক্যাম্প স্থাপন করে এই উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় নেতাকর্মীরা। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাজ্জাদুর রহমান বিভিন্ন প্রকার নারী-পুরুষ আবাল বৃদ্ধ রোগীদের চিকিৎসা প্রদান করেন।
সাথে সাথে দলের নেতাকর্মীরা রোগীদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করেন।এ ঘটনায় জেলা যুবদল নেতা কামরুল হাসান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকী পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভাঙ্গা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে ভাসমান গরিব অসহায় দুস্থ্য ও সর্বসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সহ ঔষধ বিতরণ করার কর্মসূচি ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ত্যাগী নেতা গোলাম আজম, উপজেলা কৃষকদলের সভাপতি সাঈদ মুন্সী, সাধারণ সম্পাদক খন্দকার আবদুস সামাদ, ভাঙ্গা পৌর বিএনপি`র যুগ্ন-আহব্বায়ক বিটু মুন্সী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি তৈয়ব মুন্সী, সাধারণ সম্পাদক রবিন সোহেল, যুবদল নেতা আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক দল নেতা কাওছার মোল্লা, আক্তার মুন্সী, ছাত্রদল নেতা রমিও মোল্লা, শাওন বিশ্বাস, শাহিন, সালমান মুন্সী, মিথিল মোল্লা প্রমূখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :