AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন দিনেও খোঁজ  মেলেনি অজ্ঞাত নারীর,তাঁকে নিয়ে  বে-কায়দায় কতৃপক্ষ


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৫:৩৪ পিএম, ২৭ অক্টোবর, ২০২৪
তিন দিনেও খোঁজ  মেলেনি অজ্ঞাত নারীর,তাঁকে নিয়ে  বে-কায়দায় কতৃপক্ষ

তিন দিনেও খোঁজ  মেলেনি ৪০ বছর বয়সি অজ্ঞাত ওই নারীর। অচেতন অবস্থায় শুয়ে আছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে। অজ্ঞাত ওই নারীকে নিয়ে বে-কায়দায় পড়েছেন কতৃপক্ষ। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গেল বুধবার ২৩ অক্টোবর সন্ধ্যা কে বা কাহারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান অজ্ঞাত ওই নারীকে। তাঁর বয়স ৪০ বছর হবে বলে জানা গেছে। সে দিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডে সামনের বারান্দায় শুয়ে আছে অচেন অবস্থায়। 

তাঁকে চিকিৎসা সেবা দিতে গেলে নিচ্ছে না। তবে খাবার আর পানি দিলে তা খেয়ে আবারও শুয়ে থাকছেন। গেল তিন দিনেও কোন খোলা মেলেনি ওই নারীর। এতে করে তাঁকে নিয়ে  বে- কায়দায় পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, গেল তিন দিন কে বা কাহারা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে যান। সে থেকে আমরা তাঁকে ভর্তি করে চিকিৎসা ও খাবার সরবরাহ করছি। তবে এখনও পর্যন্ত তাঁর কেউ খোঁজ করেনি। এতে করে একটু বেকায়দা পড়েছি আমরা। 

তিনি বলেন, ওনাকে দেখে তেমন অসুস্থ্য মনে হচ্ছে না। আবার চিকিৎসা সেবাও নিচ্ছেন না। তবে খাবার পানি খেয়ে আবার শুয়ে থাকছেন। 

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কবির হোসেন মাতুব্বর বলেন,বিষয়টি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে জানিয়েছিল। আমি ওনাদেরকে স্থানীয় সমাজ সেবা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। কারণ এ ধরণের সহায়তা একমাত্র সমাজ সেবাই দিতে পারেন।দ

উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন,বিষয়টি আমার জানা নাই। আপনারা সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে কথা বলে নেন।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!