বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টবার) বিকেলে শহরের মিশনমোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে উক্ত রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসান আলী, জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাকু, জেলা যুবদলের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাজাদ ফেরদৌস বাবু, সদর যুবদলের সদস্য সচিব ফকরুল ইসলাম লাভলু, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল বান্নাসহ অন্যান্যরা।
প্রধান অতিথি এ সময় বলেন, আগামীর রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক না কেটে জনসাধারণের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত হয়। পরে বিএনপির হামারবাড়ি হলরুমে এক দোয়া মাহফিল শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :