AB Bank
ঢাকা সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সুশিল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৩:৫০ পিএম, ২৮ অক্টোবর, ২০২৪
কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সুশিল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশিল সমাজের ভ‚মিকা শীর্ষক সেমিনার কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা. মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশিল সমাজের ভ‚মিকা শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। উপজেলা সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুরের উপ পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিউল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত. মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুরের পরিদর্শক মো. মোজাম্মেল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা আবু সামা, বীর মুক্তিযোদ্ধা, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকমন্ডলী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম, সুশিল সমাজের প্রতিনিধি, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুরের প্রসিকিউটর মো. আবু বকর সিদ্দিক প্রজেক্টরের মাধ্যমে সমাজে মাদকের প্রভাব, প্রতিকার ও করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় উপস্থাপন করেন। প্রধান অতিথি মাদকমুক্ত সমাজ গড়তে আত্মসচেতনতা তথা আত্মশুদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। মাদকের যোগানদাতাদের মূলোৎপাটনে তৎপর হতে সকলকে অনুরোধ জানান। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এনএস 

Link copied!