নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকারের অপরাধে আনোয়ারায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের সম্মিলিত অভিযানে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শঙ্খ নদী ও বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৯২ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ৭টি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক। তাকে সহযোগিতা করেন মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরী, কোস্টগার্ড সিজি স্টেশন সাংগু গহিরা কন্টিজেন্ট কমান্ডার অনিমেষ রায় পিও সহ ও মৎস্য দপ্তরে কর্মচারবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, ইলিশের প্রজনন মৌসুম ২২ দিন সমুদ্রে মাছ আহরণ,পরিবহন, মজুদ ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ এক ট্রলার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল পরে আগুনে বিনষ্ট করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :