শেরপুরের নালিতাবাড়দীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নালিতাবাড়ী উপজেলা বিএনপির একাংশ। জেলা বিএনপির সহসভাপতি ও নালিতাবাড়ী উপজেল বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ নূরুল আমিন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে বিএনপির নালিতাবাড়ী বাজারস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ নূরুল আমিন বলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান মাসিক সমন্নয় সভায় বৈশম্য বিরোধি ছাত্র আন্দোলনের হত্যা মামলার এজহার ভুক্ত আসামী ৪ জান চেয়াম্যানের সাথে উপজেলা পষিদে মিটিং করে। তাই আসামীদের আশ্রয়দাতা হিসাবে আমরা এ কর্মকর্তাদয়ের অপসারন দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইউনূস আলি দেওয়ান, সাবেক যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মজনু, নালিতাবাড়ী উনিয়ন বিএনপির সভাপতি সেলিম মাহমুদ লেবু সাধারন সম্পাদক আবুল বাশার প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলার সংবাদ কর্মিরা উপস্থিত ছিল।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :