ফরিদপুর সদরপুরে সরকারি আদেশ অমান্য করে নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ শিকার করার অপরাধে চার জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জব্দ করা ১০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, ফরিদপুর সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের চান্দ্রা বাজার ও মোল্যা কান্দি গ্রামের হারুন দাড়িয়ালের ছেলে লিয়াকত আলী, সৈয়দ আলী মাতুব্বরের ছেলে ওয়াহিদ মাতুব্বর, মোকসেদ হাওলাদারের ছেলে চান মিয়া হাওলাদার, জাফর খানের ছেলে মো. আনোয়ার খান।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দকৃত ১০ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়েছে।
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন বলেন, ‘মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলেদেরকে নিয়মিত জেল ও জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :