মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি দপ্তরে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চলতি ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমুখী, পেয়াজ, মুগ, মসুর, খেসারী, চিনাবাদাম ও শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে `কৃষি প্রণোদনা কর্মসূচির` আওতায় মোট ১৪৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. তৌহিদুজ্জামান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল ও জয়তী পালসহ কৃষক-কৃষাণীগন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :