প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকির অংশ হিসেবে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তিন ব্যবসায়ীকে ১২ হাজার জরিমানাসহ এক হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বাসাইর (জামালপুর) বাজারে দ্রব্য মূল্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১)(ঙ) ধারায় তিন মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এক হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
কৃষি বিপণন আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী মনির সরকারের পূত্র মুরাদ সরকার (৩৫) কে ২ হাজার, হাবিজুর রহমানের পূত্র মো. মুস্তাক (৩৫) কে ৫ হাজার এবং অনুকুল বনিকের পূত্র মন্টু বনিক (৬০) কে ৫ হাজার টাকাসহ মোট ১২ টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন গাজীপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. গোলাম মর্তুজা, উপজেলা মৎস কর্মকর্তা আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
জাতীয় ভোক্তা অধিদপ্তর গাজীপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপর তিন ব্যবসায়ীকে তিন মামলায় ১১ হাজার জরিমানা প্রদান করা হয়েছে। এসময় মাঠ প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :