AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে জনতার হাতে তিন সমন্বয়ক আটক


সরিষাবাড়ীতে জনতার হাতে তিন সমন্বয়ক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে ক্যান্সার আক্রান্ত রোগীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার সময় তিন সমন্বয়ককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার পৌরসভার মূলবাড়ী রেলগেট এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী বৈশাখী আক্তার, তারাকান্দি সরবান হাসান টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী রিফাত হাসান, আলহাজ্ব ফরহাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ সিফাত। এ সময় আটককৃতরা সমন্বয়ক আকুল মিয়ার নাম বললে সেখান থেকে কৌশলে তিনি পালিয়ে যান। 

আটককৃত বৈশাখী বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকুল মিয়ার নির্দেশে একজন ক্যান্সার রোগীকে বাঁচানোর নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করি। উত্তোলনকৃত প্রতিদিনের টাকা রাতে সমন্বয়ক আকুল মিয়ার কাছে জমা দেই। তিনি এই টাকা দিয়ে কি করেন,আমরা জানিনা। এছাড়াও রিফাত ও সিফাত বলেন, আমরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সমন্বয়ক পরিচয়ে টাকা উত্তোলন করি। 

এদিকে অভিযুক্ত আকুল মিয়া বলেন, আমি কোন ক্যান্সার রোগীর নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলন করতে বলিনি। তারা সমন্বয়ক নয় বলে তিনি দাবি করেন।

শিক্ষার্থীর আরো বলেন, যারা সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা হতে চাঁদাবাজি করছে। তাদের পরিচয়ের বিষয়ে প্রশাসনিকভাবে খতিয়ে দেখায় দরকার তারা আদৌ সমন্বয়ক কিনা। ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁদ মিয়া। তিনি বলেন, ক্যান্সার রোগীর নাম ভাঙিয়ে তিন জন সমন্বয় পরিচয় বহনকারী টাকা উত্তোলন করার সময় জনসাধারণ তাদের আটক করে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন সমন্বয় পরিচয় বহনকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!