কোটচাঁদপুরে আগুনে পুড়ে গেছে ইউসুফ ইলেকট্রনিক্সের তিনটি দোকান। এতে করে তিন লক্ষ্যাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি দোকান মালিকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে স্থানীয় আলমপুর ব্রীজের পাশের দোকানে।
ভুক্তভোগী ইউসুফ আলী বলেন, বুধবার সকাল ৮.৩০ মিনিট। এ সময় খবর পায় আমার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেন। তবে এরমধ্যে আমার ইলেট্রনিক্সের তিনটি দোকান পুড়ে ছায় হয়ে যায়। আগুনে তাঁর তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন,বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই দোকানে আগুনের সুত্রপাত হয়। এরপর একে একে তিনটি দোকানেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে মোট দুইটা ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তিনি বলেন,প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। এ ছাড়া ক্ষয় ক্ষতির পরিমাণ প্রাথমিক দেড় লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এ দিকে আগুনের ঘটনায় চার পাশের মানুষের মাঝে ভীতির সৃষ্টি হয়। তবে ওই তিন দোকান ছাড়া আর কারোর কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :