AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে রায়পুরায় অবৈধভাবে বালু উত্তােলন: ১৯ লাখ টাকা জরিমানা, ড্রেজারসহ আটক ৩


Ekushey Sangbad
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী
০৪:১২ পিএম, ৩০ অক্টোবর, ২০২৪
নরসিংদীতে  রায়পুরায় অবৈধভাবে বালু উত্তােলন: ১৯ লাখ টাকা জরিমানা, ড্রেজারসহ আটক ৩

নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার জব্দসহ তিনজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় তিনজনকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত।

এর আগে মঙ্গলবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ড্রেজার জব্দ ও তিনজনকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে পৃথকভাবে এশিয়া ড্রেজার কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানাসহ রিয়াজুল নামে একজনকে এক মাসের কারাদন্ড, প্লাবন ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ সাইফুল নামে একজনকে এক মাসের কারাদন্ড এবং রিয়া সুপার নামে অপর একটি ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ মেহেদী নামে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া সীমান্তে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ড্রেজারগুলো। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!