নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সড়ক উন্নয়ন ও মেরামত কাজের সাইট পরিদর্শন ও সাইট গুলোর টেকনিক্যাল মতামত ও পরামর্শ প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের সাংশৈইল - তেঘরিয়া, রসুলপুর ইউনিয়ন থেকে পাড়ইল ইউনিয়নের, ছাতড়া জিসি পুঙ্গীঘাট - মোষবাতান, নিয়ামতপুর জিসি - বটতলী জিসি রাস্তাগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করা হয়।
রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসাইন, নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী (এলজিডি) তোফায়েল আহমেদ, নিয়ামতপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী (এলজিডি) শাহাদাৎ হোসেন, ঠিকাদার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উন্নয়নমূলক চলমান কাজ গুলো হচ্ছে- উপজেলার সদর ইউনিয়নের সাংশৈইল- তেঘরিয়া ১.৫ কি: মি:, রসুলপুর ইউনিয়ন থেকে পাড়ইল ইউনিয়নের ৬০০ মিটার, ছাতড়া জিসি পুঙ্গীঘাট - মোষবাতান ৫ কি: মি:, নিয়ামতপুর জিসি - বটতলী জিসি ৫.৯ কি: মিটার।
বিকেল সাড়ে ৩ টার দিকে ডাঙ্গাপাড়া মোড় হতে বটতলী বাজার পর্যন্ত উন্নয়নমূলক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করা হয়। উক্ত রাস্তায় বালি ফিলিং সঠিক মাপ আছে কি না তা পরীক্ষা করা হয়েছে। সড়কের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বর্ধিত কাজ চলমান রয়েছে।
এছাড়া বর্ধিত নিয়ামতপুর জিসি - বটতলী জিসি সড়কটি উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এতে ৫.৯ কি: মি: সড়ক ২০ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ের কাজ চলমান রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :