নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়াটারএইড বাংলাদেশ সুইসকন্টাক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় নিয়ামতপুর উপজেলায় গাংগোর উচ্চ বিদ্যালয়ে ইকো স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রদর্শনী করা হয়।
উপজেলার গাংগোর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ অতুল চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মাহমুদুল হাসান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, গাংগোর উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ ইএসডিও এর প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ি। সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করি বর্জ্যকে সম্পদে পরিণত করি। একটি পলিথিন ব্যাগ ১০০ বছরেও নষ্ট হয় না এটিকে বর্জন করুন। প্লাস্টিক দূষনকে না বলি দূষনমুক্ত বাংলাদেশ গড়ি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :