AB Bank
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য কৃষি জমিতে ও সেচখালে ফেলার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন


রূপগঞ্জে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য কৃষি জমিতে ও সেচখালে ফেলার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা অনিক কম্পোজিট নামক একটি শিল্প  কারখানার  বিষাক্ত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি কৃষি জমিতে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসী। গতকাল ৩০অক্টোবর বুধবার বলাইখা এলাকায় শতাধিক ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কৃষক শরীফ মিয়া।

সভায় বক্তব্য রাখেন কৃষক মোস্তফা মিয়া, আব্দুল মতিন, একেন বলী, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন দেলু ও আরমান ভঁইয়া প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিক কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে তাদের নির্গত বিষাক্ত বর্জ্য, কালোধোঁয়া ও  দুষিত গরম রঙিন পানি কৃষি জমিতে ও  সরকারি খাল ফেলায় বলাইখ, সোনাবো, মর্তুজাবাদ, ভান্ডাবো ও আউখাবোসহ আশপাশের ৫ গ্রামের বিভিন্ন বয়সের মানুষ শ্বাস কষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। ইটিপি’র মাধ্যমে দূষিত বর্জ্য পরিশোধন করে ফেলতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!