ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা অনিক কম্পোজিট নামক একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি কৃষি জমিতে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসী। গতকাল ৩০অক্টোবর বুধবার বলাইখা এলাকায় শতাধিক ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কৃষক শরীফ মিয়া।
সভায় বক্তব্য রাখেন কৃষক মোস্তফা মিয়া, আব্দুল মতিন, একেন বলী, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন দেলু ও আরমান ভঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিক কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে তাদের নির্গত বিষাক্ত বর্জ্য, কালোধোঁয়া ও দুষিত গরম রঙিন পানি কৃষি জমিতে ও সরকারি খাল ফেলায় বলাইখ, সোনাবো, মর্তুজাবাদ, ভান্ডাবো ও আউখাবোসহ আশপাশের ৫ গ্রামের বিভিন্ন বয়সের মানুষ শ্বাস কষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। ইটিপি’র মাধ্যমে দূষিত বর্জ্য পরিশোধন করে ফেলতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :