AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই জন গ্রেপ্তার


জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুধর্মের “আমি সনাতনী” লেখা গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫) কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পরে নগরীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

গ্রেপ্তার রাজেশ চৌধুরী নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ দোভাষ কলোনির (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে। 

জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল সমাবেশ করে। ওই সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণাও দেওয়া হয়েছিল। 

এরপর সমাবেশ শেষে লোকজন মিছিল সহকারে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ শীর্ষে থাকা জাতীয় পতাকার উপর হিন্দুধর্মের “আমি সনাতনী” লেখা গেরুয়া পতাকা উড়ানো হয়। পরে মিছিলটি সিটি কলেজের রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউ মার্কেট চত্ত্বরে গেরুয়া পতাকার বিষয়টি স্যোশাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়। 

চলে নানা আলোচনা-সমালোচনা।এতে জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নং ধারা লঙ্ঘন করা হয়েছে বলেও অনেকে মন্তব্য করেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান রক্ষার্থে জাতীয় পতাকার উপরে অন্য পতাকা উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ বলেও অনেকে মন্তব্য করেন। 

এ বিষয়ে কোতোয়ালী থানায় অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘জাতীয় পতাকা অবমাননার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!