ময়মনসিংহের ফুলপুরের ছাত্রদল নেতা মাদিউর রহমান মাহাদীকে ছিনতাইয়ের অভিযোগে ডিবি পুলিশ গ্রেফতার করে বুধবার আদালতে পাঠিয়েছেন। ময়মনসিংহ ডিবি পুলিশ মঙ্গলবার রাতে ফুলপুর হাসপাতাল রোডস্থ শসার বাজার সংলগ্ন একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেছেন।
জানা যায়, জেলা (উঃ) ছাত্রদলের সহ সভাপতি মাদিউর রহমান মাহাদী ফুলপুর সদর ইউনিয়নের কাড়াহা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজের পুত্র। ফুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২বার প্রতিদ্ধ›িদ্বতা করে পরাজিত হন। স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে তার অংশ গ্রহণ ছিল না। এমনকি এলাকায়ও তেমন ছিলেন না। সরকার পতনের পর পরই এলাকায় এসে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এরআগে ফুলপুরের মোকমিয়ায় একজনের মোটা অংকের টাকা ছিনতাইকালে জনতা ধাওয়া করে করে। পরে মাহাদী তার জিপ গাড়ী রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গাড়ী জব্ধ করে থানায় নিলে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল ছাড়িয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ মঙ্গলবার রাতে তাকে আটক করেছে। ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের অভিযোগে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এ জেলা (উঃ) ছাত্রদল সভাপতি ও সাধারণ জানান, মাহাদী দলীয় কার্যক্রমে সক্রিয় ছিল না। তার বিরুদ্ধে বহু অপকর্মের অভিযোগ রয়েছে। সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।পড়ে রাতে তাকে বহিষ্কার করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :