মৌলভীবাজার জেলার জুড়ীতে অবিভক্ত বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং জুড়ী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আসাদ উদ্দিন বটল স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আসাদ উদ্দিন বটল স্মৃতি পরিষদের সভাপতি এম এ মোহাইমীন শামীমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহীন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমান ফারুক, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী, বড়লেখা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রাজা চৌধুরী, জুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সহ - সভাপতি মোস্তাকিন হোসেন বাবুল, আব্দুল মুহিত নামর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ, বড়লেখা উপজেলা কৃষকদলের সভাপতি সেলিম আহমেদ, জুড়ী উপজেলা কৃষকদল সহ-সভাপতি হারিস মোহাম্মদ, সমাজসেবক হাবিবুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সহিবুর রহমান তোয়েল, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাকিম হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক ফাতির আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক খোরশেদ আলম, কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, জুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম রতন, জাসাস জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন কামরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া শিবলু, সদস্য সচিব দেলওয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আসাদ উদ্দির বটল একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ঘনিষ্ঠজন হওয়ায় জুড়ী- বড়লেখার উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে জুড়ী উপজেলা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আজীবন অসহায় মানুষের কল্যাণে কাজ করেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :