মাগুরার শালিখা উপজেলার ৭নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম মোল্যার অপকর্ম, অনাস্থা ও দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন জনসাধারণ ও ইউপি সদস্যরা। বুধবার বিকালে স্থানীয় পুলুম বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়৷ এসময় ইউপি সদস্য খন্দকার মামুন, কুতুবুল আলম সানু,সাহিদা বেগম ও সুমি খাতুন,বিএনপি নেতা সাহিন পারভেজ বাচ্চু বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবে আব্দুল হালিম মোল্যা নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন।
দুর্নীতি, নারী কেলেংকারী,অপকর্ম,ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেন তিনি। তাদের এই অনিয়মের বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদ করে আসছি। কিন্তু আমাদের কাউকে তোয়াক্কা না করে অপকর্ম চালিয়ে যান হালিম মোল্যা৷
সর্বসম্মতিক্রমে হালিম মোল্যার বিরুদ্ধে অনস্থা জানিয়ে তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়,টিয়ার,কাবিটা, কাবিখা,টিউবওয়েল,ট্রেডলাইসেন্স,ভুয়া বিল ভাউচার,বিশেষ বরাদ্দ সহ বিভিন্ন প্রকল্পের টাকা তার ছেলে জসিম মোল্যার মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করে বিলাশবহুল বাড়ী ও কয়েক একর জমির মালিক হয়েছেন।
আমাদের সম্মানী ভাতা দেওয়ার নিয়ম থাকলেও তিনি নিয়মিত সম্মানী ভাতা দেন না। পরিষদের আর্থিক বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আমাদের সঙ্গে অসৎ আচরণ ও হুমকি দিতেন। এতে মেম্বারদের মাঝে বৈষম্য ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। মহিলা মেম্বরদের কু-প্রস্তাব দিতেন৷ তার প্রস্তাবে রাজি না হলে কাউকে কাজ দেওয়া হবে না বলে ভয় দেখান৷ সম্প্রতি তার বিরুদ্ধে একজন মহিলাকে অনৈতিক অপকর্ম করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়৷ তিনি এক জন দূর চরিত্র ও লম্পট ৷ বুধবার বিকালে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের স্থানীয় পুলুম বাজারে তার বিচারের দাবিতে প্রায় কয়েক শত নারী ও পুরুষ রাস্তার দু-পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এসময় বিক্ষিপ্ত জনতা চেয়ারম্যান হালিম মোল্যার শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন৷
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :