AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেঘনায় নদীতে মাছ ধরতে গিয়ে দুই ট্রলারের সংঘর্ষ, মাঝনদীতে নিখোঁজ ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
০৯:০৪ পিএম, ৩১ অক্টোবর, ২০২৪
মেঘনায় নদীতে মাছ ধরতে গিয়ে দুই ট্রলারের সংঘর্ষ, মাঝনদীতে নিখোঁজ ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কোদাইল্লা চর এলাকায় মাঝ নদীতে দুইটি মাছ ধরার ট্রলারের সংঘর্ষে রেজু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। রেজু মিয়া কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অপরিচিত জেলে তাঁদের মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে রেজু মিয়া ট্রলার থেকে পড়ে নদীর স্রোতে ভেসে যান। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে চালিভাঙ্গা নৌপুলিশকে অবগত করেন। নৌপুলিশ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে ফাঁড়ির পুলিশ দল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

নিখোঁজ রেজু মিয়ার ছেলে বাবুল হোসেন জানান, “আমার বাবার সঙ্গে নজরুল ইসলাম ও মাঝি ছিলো। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁরা নদীতে মাছ ধরতে বের হন। সারাদিন মাছ ধরে গভীর রাতেও বাড়ি ফেরেননি। বাবার সঙ্গে থাকা দুজন সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানিয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। যদি বাবাকে খুঁজে না পাওয়া যায় তাহলে থানায় অভিযোগ দায়ের করবো।”

এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজামগীর জাহান বলেন, “এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে আরও আপডেট দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।”

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!