AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনার উন্নয়নে নাগরিক সম্পৃক্ততা: ভবিষ্যৎ নগর উন্নয়ন নিয়ে গোলটেবিল বৈঠক


খুলনার উন্নয়নে নাগরিক সম্পৃক্ততা: ভবিষ্যৎ নগর উন্নয়ন নিয়ে গোলটেবিল বৈঠক

‘নগরে ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক উত্তরণ এবং ভবিষ্যৎ খুলনা শহর কেমন দেখতে চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনার উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং সিয়াম যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।

বৈঠকে বক্তারা নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নাগরিক সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পগুলো সফল করতে পরিকল্পনার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নগরীর কিছু গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা ডাস্টবিন থেকে দিনের বেলাতেও দুর্গন্ধ ছড়ায়, যা স্বাস্থ্যের জন্য হুমকি। এই সমস্যা মোকাবিলায় রাতের বেলা আবর্জনা অপসারণের কার্যক্রম নেওয়ার পরামর্শ দেন তাঁরা। স্বাস্থ্যকর নগর গড়তে সবুজায়ন এবং উন্মুক্ত স্থান তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। যানজট নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ ও ইজিবাইক, রিক্সাসহ অযান্ত্রিক যানের চালকদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রস্তাব করা হয়।

নাগরিকদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং উন্নয়ন পরিকল্পনায় প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার প্রয়োজনীয়তার কথা বলেন বক্তারা। তাঁরা জানান, খুলনার ভবিষ্যৎ উন্নয়ন প্রক্রিয়ায় সব পক্ষের অংশগ্রহণ অপরিহার্য।

বৈঠকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) মোল্লা জাহাঙ্গীর হোসেন, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মো. হুমায়ুন কবীর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায়, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাঃ শাহীন আখতার পারভীন এবং কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-এর পরিচালক গাউস পিয়ারী এবং সঞ্চালনা করেন সিয়াম-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. মাছুম বিল্লাহ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!