AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণা, ৪ জন গ্রেপ্তার


রাজবাড়ীতে পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণা, ৪ জন গ্রেপ্তার

রাজবাড়ীতে পুলিশে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের ইউনুস আলী বিশ্বাসের ছেলে হামিদুল ইসলাম (৩১), একই এলাকার মোহাম্মদ আলী মোল্লা ছেলে মোকলেছুর রহমান (৩৫), বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দমেগচামি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিবুল শেখ (২০), এবং ফরিদপুরের ভাঙা থানার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুল হাই কাজীর ছেলে নুরুল ইসলাম (৬১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে মো. শরীফ আল রাজীব জানান, বালিয়াকান্দির জোবায়ের হোসেন (২০) পুলিশ কনস্টেবল পদে আবেদন করলে, ওই চার প্রতারক তাকে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসে ১০ লাখ টাকা দাবি করে। গত ২৬ অক্টোবর রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে প্রতারণা করে। 

বিষয়টি জানার পর জোবায়েরের বাবা সদর থানায় অভিযোগ করেন এবং ডিবি পুলিশকে জানান। যার মামলা নং ৩৩ তারিখ ৩১/১০/২৪ ধারা ৪০৬/৪২০ পিসি। ওই অভিযোগের প্রেক্ষিতে ৩০ অক্টোবর ডিবি পুলিশ অভিযান চালিয়ে হামিদুল ও মোখলেছুরকে গ্রেপ্তার করে এবং হামিদুলের কাছ থেকে প্রতারণার দুই হাজার টাকা উদ্ধার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দমেগচামি গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে  এসএসসির সার্টিফিকেটসহ নিয়োগের কাগজপত্র জব্দ করেন এবং তার ছেলে আজিবুল শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে  ৭ টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানিয়েছেন, রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১টি শূন্য পদের বিপরীতে ২,০৩৩ জন আবেদন করেছেন। পুলিশে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!